জাতীয় দলের সাবেক ফুটবলার আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় যুব ফুটবল দলের সাবেক ফুটবলার শওকত আলী টুলটুল (৬৭) আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিকেলে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
নীলফামারী সরকারি কলেজে জানাযা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কবরস্থান জামে মসজিদে তার জানাযা হয়।
এর আগে রংপুর হাসপাতাল থেকে সকাল ৮টার দিকে তার লাশ বাসায় নিয়ে আসা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নামে শহরে।
এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার উপস্থিত ছিলেন।
বণার্ঢ্য ওই মুক্তিযোদ্ধার জীবনী স্মতিচারণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু।