October 15, 2018 2:31 pm
Breaking News
Home / তথ্য প্রযুক্তি / দিন হবে ২৫ ঘণ্টায়

দিন হবে ২৫ ঘণ্টায়

বিটিবি নিউজ রিপোর্ট: পৃথিবীতে দিন হয় কত ঘণ্টায়? উত্তরটা সবারই জানা.. ২৪ ঘণ্টায়! কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি বলছেন, উত্তরটা সব সময় এক থাকবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে এক প্রতিবেদনে জানিয়েছে, কলম্বিয়া এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’এর একদল গবেষক এমন দাবিই করেছেন।

বিজ্ঞানীরা এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা জানিয়েছেন, পৃথিবীতে ১শ’ কোটি বছর আগে দিনের মাপ ছিল ১৮ ঘণ্টা। পর্যায়ক্রমে দিনের সেই মাপ বেড়ে দাঁড়িয়েছে ২৪ ঘণ্টায়। ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে।

কারণ হিসেবে চাঁদ পৃথিবীর দূরত্বকেই দায়ি করছেন ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’এর ভূবিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মেয়ার্স। তার মতে, সময় যত গড়াচ্ছে পৃথিবী থেকে চাঁদ ততোটাই দূরে সরে যাচ্ছে।

সেকারণেই পৃথিবীর আহ্নিক গতি প্রভাবিত হচ্ছে। নিজের চারদিকে এক চক্কর মারতে বেশি সময় নিচ্ছে পৃথিবী। ফলে দিন আরও দীর্ঘ হয়ে যাচ্ছে।

সেই হিসেব মেনে স্টিফেন বলছেন, সেদিন বেশি দূরে নয় যখন পৃথিবীর দিন গণনা হবে ২৫ ঘণ্টায়। গবেষণা পত্রটি সম্প্রতি ন্যাশনাল আকাডেমি অব সায়েন্সে প্রকাশিত হওয়ার পরপরই সারা বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে।-পরিবর্তন

About BTB News

Check Also

ই-পাসপোর্টের সুবিধায় দেশের নাগরিকরা

বিটিবি নিউজ ডেস্ক: এবার ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের সুবিধা নিতে পারবেন দেশের সকল স্তরের নাগরিকরা। তাদের …

এবার স্মার্টফোন চার্জ করা যাবে পানি দিয়ে!

বিটিবি নিউজ ডেক্স: স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এসে গেলো যুগান্তকারী সমাধান। বিদ্যুৎ ছাড়াই পানিতে চার্জ হবে …

১৩০ কোটি অ্যাকাউন্ট মুছবে ফেসবুক!

বিটিবি নিউজ ডেক্স: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নামছে নতুন অভিযানে। যে সমস্ত প্রোফাইলে হিংসাত্মক, বর্ণবিদ্বেষমূলক, …

চুরি করা আইফোন ব্যবহার আর নয়

বিটিবি নিউজ ডেক্স: চুরি করা আইফোন আর ব্যবহার করা যাবে না। চমকে গেলেন! নতুন এক ফিচারের …

আধুনিকতার ছোঁয়ায় তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: দেশে তথ্য প্রযুক্তির উন্নয়ন অন্য দেশের জন্য অনুসরণীয়

বিটিবি নিউজ রিপোর্ট: সারা বিশ্বে যখন আধুনিকতার ছোঁয়ায় হুলুস্থ পড়েছে। ঠিক সেই ছোঁয়ার হাত থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *