January 20, 2019 1:13 pm
Breaking News
Home / রাজনীতি / ভাড়া করা কর্মী দিয়ে সমাবেশে জনসমাগম দেখালো ঐক্যফ্রন্ট

ভাড়া করা কর্মী দিয়ে সমাবেশে জনসমাগম দেখালো ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক: ৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ভাড়া করা লোক দিয়ে জনসমাগম দেখানোর অভিযোগ উঠেছে। সমাবেশস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সমাবেশস্থলে কর্মী হয়ে উপস্থিত থাকা আবদুস সাত্তার নামের একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, এখানে কিসের সমাবেশ চলছে সে বিষয়ে আমি কিছু জানি না। তুরাগ থানা বিএনপির সভাপতি আমান উল্লাহ মেম্বার আমাকে ৫০০ টাকা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে বলেছে, তাই আমি এসেছি।

এদিকে আবদুস সাত্তার ছাড়াও সমাবেশস্থলে উপস্থিত থাকা বিল্লাল মিয়া বলেন, এখানে উপস্থিত প্রায় সবাইকে বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মীরা টাকার বিনিময়ে নিয়ে এসেছেন। কেউ ৫০০ টাকা, কেউ আবার ৩০০ টাকার বিনিময়ে সমাবেশে এসেছেন। তবে এমন অনেক লোক এ সমাবেশে উপস্থিত হয়েছেন, যাদের বিএনপি নেতা-কর্মীরা শুধু বিরিয়ানির খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে এসেছেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিভুরঞ্জন সরকার বলেন, এ সমাবেশকে ঐক্যফ্রন্টের সমাবেশ বললে ভুল হবে। বাংলাদেশের মানুষ জানে ড. কামাল, ডা. জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না এবং আ স ম আবদুর রবের নিজস্ব দলীয় কর্মী হাতে গোনা কয়েকজন। তাদের সঙ্গে জনগণের কোন যোগাযোগ নেই। সমাবেশে যতো লোক দেখেছেন, সবাইকে বিএনপি এবং জামায়াতের কর্মীরা ভাড়া করে নিয়ে এসেছে।

তবে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে মাহমুদুর রহমান মান্না বলেন, এখনকার সমাবেশে বেশিরভাগ মানুষ টাকার বিনিময়ে আসেন। এটা বড় কোনো বিষয় নয়। তবে সাধারণ জনগণ আমাদের পক্ষে আছেন। যা নির্বাচনে ভোটের মাধ্যমেই প্রমাণ পাবেন।

About BTB News

Check Also

মির্জা ফখরুলকে বিতাড়িত করে মিন্টুকে মহাসচিব বানাতে লবিং শুরু!

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় পরাজয়ে বিএনপির নেতৃত্ব দেখা দিয়েছে হতাশা। দলের ভেতর …

ড. কামালের নীতি বাক্য এড়িয়ে প্রতিরোধের রাজনীতিতে ফিরতে চায় ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অকল্পনীয় পরাজয়ের পর বিএনপির নেতৃত্ব পরিবর্তন এবং ২০ দলীয় …

ড. কামালের কথায় ক্ষুব্ধ খালেদা জিয়া, ভেঙে যাচ্ছে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক: রাজধানীর আরামবাগে শনিবার (১২ই জানুয়ারি) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভায় বিএনপিকে জামায়াত …

ভুঁইফোড় শ্রমিক সংগঠনের অন্তরালে আন্দোলনকে হাতিয়ার বানাতে তৎপর বিএনপি-জামায়াত চক্র

নিউজ ডেস্ক: ৩০ জানুয়ারি ভূমিধ্বস বিজয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করার পরপরই রাজধানীর উত্তরায় …

দোষারোপ খেলায় মত্ত বিএনপি; পরাজয়ে দেশ ও বিদেশে ক্ষতিগ্রস্ত বিএনপি

নিউজ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে বিপর্যয়ের নেপথ্যে নিজেদের ভুল ও দুর্বলতা নিয়ে নানামুখী হিসাব-নিকাশ কষেও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *