October 15, 2018 3:34 pm
Breaking News
Home / বিটিবি নিউজ ভিডিও / সিলেটে আরিফ জামায়াত বিরোধ শুরু হয় ‘উইমেন্স মেডিকেল কলেজ’ ভাঙা নিয়ে

সিলেটে আরিফ জামায়াত বিরোধ শুরু হয় ‘উইমেন্স মেডিকেল কলেজ’ ভাঙা নিয়ে

সিলেট বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম প্রার্থিতা প্রত্যাহার করলেও কিছুতেই জামায়াতকে নিয়ে দুশ্চিন্তা কাটছে না বিএনপির। জানা গেছে, সিলেটে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর সঙ্গে জামায়াত নেতাদের দ্বন্দ্ব বেশ পুরনো হলেও তা মাথাচাড়া দিয়ে ওঠে মেয়র থাকাকালে আরিফুল হক জামায়াতের মালিকানাধীন উইমেন্স মেডিকেল কলেজের সীমানা দেয়াল ভেঙে দিলে। ব্যক্তিগত ক্ষোভ মেটাতে গিয়ে আরিফুল হকের এমন সিদ্ধান্ত পাঁচ বছর পর তাকে বৃহৎ সংকটের মুখোমুখি করবে- তা বুঝলে তিনি হয়তো এমন সিদ্ধান্ত নিতেন না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে জামায়াতের এমন অনড় অবস্থানকে বিএনপি নেতারা অন্যভাবে দেখছেন। তারা মনে করছেন, সারা দেশে জামায়াত; বিএনপির সঙ্গে সদ্ভাব রেখে চললেও সিলেটে আওয়ামী লীগের সঙ্গেই তাদের বোঝাপড়া বেশি। এমনকি নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী জামায়াতের সমর্থকদের বেশি ভোট পান। এছাড়া দলটি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে সিলেট জামায়াতের নেতাদের মালিকানাধীন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল-ক্লিনিকে আওয়ামী লীগের লোককে ‘উপদেষ্টা’হিসেবে নিয়েছে। এ নজির শুধু সিলেটে নয়, সারা দেশেই কমবেশি আছে। এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা নিজেকে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলে কেন্দ্রীয় বিএনপি এ নিয়ে কথা বললেও স্থানীয় বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাহারের বিষয়ে কোনো চাপ বা অনুরোধ আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াতে ইসলামী এগোচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে। আগামী জাতীয় নির্বাচনে দলটি স্বনামে নির্বাচন করতে পারবে না ঠিক, কিন্তু বেনামে নেতাদের অংশ নিতে বাধা নেই। জাতীয় নির্বাচনে তারা যে নিজেদের শক্তি পরীক্ষায় নামতে চায়, তার মহড়াটি সিলেট থেকে শুরু করতে চাইছে মৌলবাদী ধ্যানধারণা পুষ্ট দলটি। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, সিলেটের বাস্তবতা ভিন্ন। এখানে বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে রাজনীতির চেয়েও সারা দেশে জামায়াত নেতাদের মালিকানাধীন যে প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো রক্ষা করা জরুরি বলে মনে করেন জামায়াতের নেতারা। এ কারণে জাতীয়ভাবে সম্ভব না হলেও স্থানীয়ভাবে আওয়ামী লীগের সঙ্গে সদ্ভাব রেখে চলার নীতিও নিয়েছে দলটি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, জামায়াতের সাথে পূর্ব শত্রুতার জের ধরে সিলেট নির্বাচনে কঠিন সময়ে অবতীর্ণ হয়েছে বিএনপি। দোষ ঢাকতে নানা অজুহাত দিতে গিয়ে আওয়ামী লীগকেও জড়াচ্ছে বিএনপি।

About BTB News

Check Also

বহরমপুর এলাকায় রেল লাইনের পাশের বস্তিবাসীর বসত বাড়ি বস্তি উচ্ছেদ

 

জোটের হিসাবনিকাশ নির্বাচনী তৎপরতার গতিবিধি

 

রাসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জঙ্গি হামলার নীল নকশা

 

বুলবুলের নির্বাচনী অপপ্রচারের শিকার কোমলমতি শিশুরা

 

সিলেট সিটির সাবেক মেয়র আরিফের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

বিটিবি নিউজ ডেক্স: সিলেট সিটির সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে একাধিক নারীর শ্লীলতাহানী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *