পানি বিশুদ্ধকরণ বই!

বিটিবি নিউজ ডেস্ক: বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললে পানি হবে বিশুদ্ধ। এমনিই অদ্ভুদ একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াই শ'তম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়।
ওই 'পানযোগ্য বই'য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন পানি পরিশুদ্ধ করা দরকার ও সেটি কিভাবে করা যাবে।
আর ওই পানযোগ্য বইয়ের পৃষ্ঠাগুলোতে আছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ। যা দ্বারা পানিতে থাকা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে।
পানি থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যাকটেরিয়া দূর করা হয়েছে। যা দক্ষিণ আফ্রিকা, গানা এবং বাংলাদেশসহ বেশ ক’টি দেশের দুষিত উৎস থেকে পানি সংগ্রহ করে পরিক্ষণে সেই পানযোগ্য বইয়ের পৃষ্ঠাটি ব্যবহার করা হয়েছে।