ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬ সেনা

 

বিটিবি নিউজ ডেস্ক: ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহতে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতি বোমা হামলায় সরকারপন্থি ১৬ ইয়েমেনি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার আরব উপদ্বীপ শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব জানিয়েছেন, হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়। আর আল কায়েদা বলছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال