ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ কমিটি গঠন

 

বিটিবি নিউজ ডেস্ক: বিটিবি নিউজ ডেস্ক: ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে দেশব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ দুই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। 


দুই সিটি কর্পোরেশনের প্রশাসকদের আহ্বায়ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সদস্য সচিব করে গঠিত কমিটিতে তিনজন করে বিশেষজ্ঞকে সদস্য করা হয়েছে। এছাড়া, দুটি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কমিটির সদস্য করা হয়েছে। 


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম ছারোয়ার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম এবং কীটতত্ত্ববিদ মো. রেজাউল করিম।


অপর কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেফালি বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলোজিস্ট ড. তানজিন আক্তার এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال