খবর ডন প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই ডাক দেন ইমরান খান। পিটিআই নেতার ঘোষণা অনুসারে, আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে মহাসমাবেশের ডাক দিয়েছেন। এই প্রদেশে এখনও পিটিআই ক্ষমতায় রয়েছে। এমনকি সম্প্রতি ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের গণযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন খাইবার পাখতুনখাওয়ারই মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ডাকা এই সমাবেশের উদ্দেশ্য গত নভেম্বরের শেষ দিকে ইসলামাবাদে পিটিআইয়ের ডাকা ‘চূড়ান্ত ডাক’ গণযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
ইমরান খান তাঁর পোস্টে লিখেন, দেশে একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের ফলস্বরূপ নিরপরাধ রাজনৈতিক কর্মীদের গুলি করা হয়েছে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মীরা শহীদ হয়েছেন। আমাদের শত শত কর্মী নিখোঁজ রয়েছে। এখন সুপ্রিম কোর্টকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং তার সাংবিধানিক ভূমিকা পালন করতে হবে।
তিনি লেখেন, সোমবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ পিটিআই সমর্থক নিহত হন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেফতার রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
ইমরান খান লিখেছেন, এ দুই দাবি যদি পূরণ না হয়, তাহলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যেকোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার।-অর্থসূচক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন