বিটিবি নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের সঙ্গ বড় ধরনের একটি ‹নন-বাইন্ডিং› চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি। এ চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে ৫ মিলিয়ন টন তরলীকৃত গ্যাস (এলএনজি) সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আর্জেন্ট এলএনজি।
গত সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই এলএনজি সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের চুক্তি। এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানিবান্ধব নীতিই প্রতিফলিত হলো বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আর্জেন্ট এলএনজি বছরে ২৫ মিলিয়ন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলছে লুইজিয়ানায়। ক্ষমতায় আসার পরই ট্রাম্প মার্কিন জ্বালানি রফতানি বাড়াতে উদ্যোগী হয়েছেন। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে এলএনজি রফতানির লাইসেন্সের ওপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ ছিল, সেটি বাতিল করার নির্বাহী পদক্ষেপ নিয়েছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক দেশ। ২০২৮ সালের মধ্যে দেশটির রফতানি সক্ষমতা দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে এনার্জি ইনফরমেশন এজেন্সি।