গরমের কারণে আমরা অনেকেই নানা ধরণের পানীয় পান করে থাকি। তীব্র গরমে তরমুজের স্মুদি হতে পারে চমৎকার একটি পানীয়। ক্লান্তি আর সারাদিনের পানির অভাব দূর করতে রসালো তরমুজ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার স্মুদি। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই স্মুদি ।
উপকরণ:
তরমুজ- ২ কাপ (বিচি ছাড়া)
কলা- ১টি
টক দই- আধা কাপ
চিনি- আধা চা চামচ
পুদিনা পাতা- কয়েকটি
প্রণালী: প্রথমে কলা টুকরা করে কেটে নিন। এবার ব্লেন্ডার-এ তরমুজ ব্লেন্ড করুন। কলা, চিনি, পুদিনা পাতা, দই ও সামান্য পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। এবার গ্লাসে বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন মজাদার স্মুদি।-dmp news